সিটি মেয়র আজ খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে নগরীর ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স বিনিময় উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, লাইসেন্স ছাড়া কোন ইজিবাইক নগরীতে চলতে দেওয়া হবে না। বাহির থেকে কোন ইজিবাইক শহরে ঢুকতে না পারে সে বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে। সকল ইজিবাইক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে হবে। যারা নিবন্ধন করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লাইসেন্স দেওয়া হবে।
আজ ১ ও ২ নম্বর ওয়ার্ডের এক থেকে তিনশত ৭২ নম্বর পর্যন্ত ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স বিতরণ করা হয়।
দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দৌলতপুর মহেশ্বরপাশা বাজারে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন।
সর্বশেষ মন্তব্যসমূহ