আজ উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা’য় কর্মজীবী শিশুদের অভিভাবকদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনার কমিউনিটি চাইল্ড প্রটেকশন কমিটি প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মোট ৩০ জন অভিভাবক অংশগ্রহন করেন।
সভায় বাল্যাবিবাহ প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, ঝুকিপূর্ণ শিশু শ্রম নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিশুর অধিকার সুরক্ষা বিষয়ক আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন, কর্মজীবী শিশুদের অভিভাবকগন, ভোক্তা অধিকার এর বিভাগীয় পরিচালক ইবরাহীম হোসেন, সহকারী পরিচালক মো শাহিনুর আলম, প্রকল্প সমন্বয়কারী নওশীন জাহান, শোয়াইব হোসেন প্রকল্প সমাজকর্মী, রোকেয়া বানু, তানিয়া খাতুন প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ