খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি)’র ১০ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূণ্যপদে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি-২০২১। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ জানুয়ারি-২০২১।
বিজ্ঞপ্তি অনুযায়ী উপনির্বাচনে আগামী ১৩ ফেব্রুয়ারি-২০২১ (শনিবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মধ্যমে ভোট গ্রহণ করা হবে। শূণ্যপদে উপনির্বাচনের মনোনয়নপত্র নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার (রিটার্নিং অফিসার)’র কার্যালয় অথবা খুলনা সদর থানা নির্বাচন অফিসার (সহাকারী রিটার্নিং অফিসার)’র কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।








সর্বশেষ মন্তব্যসমূহ