খুলনায় মহাসড়কে অবৈধ নসিমন-করিমন, আলমসাধু, ভটভটি, মাহিন্দ্রা ও স্যালো ইঞ্জিনের গাড়িসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ১৮ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাস মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে বাস মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাসড়কে অবৈধ নসিমন-করিমনসহ তিন চাকার যানবহন বন্ধের দাবিতে আজ বুধবার সকাল থেকে আমরা ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এরপর মঙ্গলবার জেলা প্রশাসক আমাদের ডেকেছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, এডিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি সাউথ ও ডিসি নর্থের সামনে আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তাই আমরা বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ