খুলনায় কয়লাভর্তি ট্রাকের চাপায় খন্দকার ফিরোজ আহমেদ নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে। পুলিশ ট্রাক চালককে আটক করতে না পারলেও তার সহকারীকে আটক করেছে।
রূপসা থানার এস আই মো. তারেক রহমান জানান, খন্দকার ফিরোজ আহমেদ রূপসা উপজেলায় আরআরএফ নামে একটি এনজিও’র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসে তিনি রূপসা শাখায় যোগদান করেন। সকালে ফিরোজ আহমেদ অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে তিনি আলাইপুর ছোট ব্রিজের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক (নং খুলন মেট্রো ট- ১১-০৪২৩) তাকে চাপা দেয়। এ সময় ট্রাকের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থালেই মারা যান। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় কয়লাবোঝাই ট্রাক খুলনা থেকে আলাইপুর সেতু পার হয়ে একটি ইটভাটায় যাচ্ছিল। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এনজিও কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ