খুলনায় কোস্টগার্ড সদস্যরা হরিণের চামড়া ও মাংসসহ মো. ফারুক হোসেন (৩৫) নামে এক চোরা শিকারিকে আটক করেছে। শনিবার দুপুরে কোস্টগার্ডের জোনাল কমান্ডার লে. এম মামুনুর রহমান এ তথ্য জানান। আটক ফারুক হোসেন দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন নলিয়ানের মৃত কাওছার গাজীর ছেলে।
কমান্ডার মামুনুর রহমান জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি হরিণের মাথা, চামড়া, পা ও ২১ কেজি মাংসসহ চোরা শিকারি ফারুক হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটক শিকারি ফারুক হোসেনকে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।








সর্বশেষ মন্তব্যসমূহ