খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৬ মার্চ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: ৭ মার্চের ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য (১৮ বছর বয়স পর্যন্ত) বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।
সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, ক-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম এবং খ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ৫ মার্চ বিকাল চারটার মধ্যে নামের তালিকা জেলা শিশু বিষয়ক অফিসার, বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে জমা দিতে হবে। শুধুমাত্র ভাষণ প্রতিযোগিতায় প্রতি বিদ্যালয় থেকে গ্রুপ ভিক্তিক তিন জনের বেশি প্রতিযোগি অংশগ্রহণ করতে পারবে না।








সর্বশেষ মন্তব্যসমূহ