খুলনায় মাহিন্দ্রচালক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. মাসুদ রানা মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার র্যাব-৬’র স্পেশাল কোম্পানি ও র্যাব-৪’র একটি আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর রূপনগর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাসুদ রানা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
র্যাব-৬’র পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরার মাহিন্দ্রাচালক ওহিদুর রহমান রিপন ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে প্রতিদিনের মতো মাহিন্দ্র নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন বিকালে আসামি মো. মাসুদ রানা মোল্লাসহ চারজন পেশাদার ছিনতাইকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা থেকে খুলনায় আসার জন্য রিপনের মাহিন্দ্রা ভাড়া করে। সন্ধ্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার একটি ফাঁকা জায়গায় আসার পরে গাড়ির চালকের পেছনের সিটে বসা আসামিরা রশি দিয়ে চালক রিপনের গলা পেচিয়ে ধরে। এ সময় সে চিৎকার দিলে আসামিরা চাকু দিয়ে তার কাধে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। পরে তারা খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকার একটি নির্জন স্থানে রাস্তার পাশে রিপনের লাশ ফেলে দিয়ে মাহিন্দ্রা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রিপনের বড় ভাই বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচারকাজ শেষে আদালত আসামি মো. মাসুদ রানা মোল্লাকে মৃত্যুদন্ড প্রদান করে। আসামি মাসুদ রানা এতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।
by
সর্বশেষ মন্তব্যসমূহ