আগামী ৯ই ফেব্রুয়ারি-’২৩ থেকে খুলনায় শুরু হচ্ছে ৬দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব।
৯ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় খুলনার শেরে বাংলা রোডে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.হামিদ। বিশেষ অতিথি থাকবেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/উন্নয়ন) মোঃ আব্দুর রশিদ, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম। সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উদযাপন পরিষদ খুলনা বিভাগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রায় ৫০টি স্টলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রি করা হবে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের পিঠা। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪ টা থেকে উৎসব মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আকর্ষণীয় এই পিঠা উৎসব সকলের জন্য উন্মুক্ত।
by
সর্বশেষ মন্তব্যসমূহ