বিএসটিআই’র অভিযানে ২২টি মামলায় দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনা কার্যালয়ের উদ্যোগে গত ফেব্রুয়ারি মাসে খুলনা মহানগরীসহ বিভাগের জেলা ও উপজেলার হাট-বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭টি মোবাইলকোর্ট পরিচলনা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোট ২২টি মামলা দায়ের করে দুই লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।
এ সময়ে ২৬টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদি এবং মৌসুমী ফলমুলের ১৫টি নমুনা পরীক্ষা করা হয় যাতে ফরমালিন পাওয়া যায় নি। বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ