গত ২৬ শে নভেম্বর ক্যাম্পাস-১ এ অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে প্রদান করা নির্দেশনা বাস্তবায়ন ও যথাসময়ে শিক্ষকগণের পর্যায়োন্নয়ন না হলে সকল শিক্ষকদের ক্লাস পরীক্ষা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকা ও বিভাগীয় প্রধানসহ প্রশাসনের সাথে দায়িত্বরত সকল শিক্ষক পদত্যাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
শিক্ষকগণ গভীর পরিতাপের সাথে লক্ষ্য করে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা মন্ত্রনালয়ে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার কোন কিছুই বাস্তবায়িত হয়নি। যার ফলে গত ১ বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা শিক্ষকগণের পর্যায়োন্নয়ন আরো দীর্ঘায়িত হবে। এর প্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর, সোমবার সকাল ১১ ঘটিকায় ক্যাম্পাস-১ এ অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়কে প্রদান করা নির্দেশনা বাস্তবায়ন (আদালতে বিচারাধীন বিষয় ব্যতীত) করার দাবীতে আজ ৫ ডিসেম্বর তারিখ হতে শিক্ষকগণ ক্লাস পরীক্ষা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকবেন। এছাড়া বিভাগীয় প্রধানসহ প্রশাসনের সাথে দায়িত্বরত শিক্ষকগণ পদত্যাগ করেছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ