জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আজ ২৪ অক্টোবর থেকে খুলনা জেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এক ডোজ টিকা প্রদান শুরু হবে । চার সপ্তাহব্যাপী খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ৩২ হাজার ৭৪৩ কিশোরীকে এবং খুলনা জেলার নয়টি উপজেলায় ৭১ হাজার তিনশত ২৮ কিশোরীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হবে।
কেসিসি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৪টি। ১৮৫ জন টিকাদান কর্মী, ৭০০ সেচ্ছাসেবী, ৩১ ভ্যাকসিন পোর্টার এবং ৬২ সুপাইভাইজারের মাধ্যমে এই টিকাদান সম্পন্ন হবে।
নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা মাসব্যাপী িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে। প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। পরবর্তী আটদিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। এইচপিভি ক্যাম্পেইন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
আজ বিকালে খুলনা নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অ্যাডভোকেসি সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব।
আগামী কাল সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় খুলনা কলেজিয়েট গালর্স স্কুল এন্ড উইমেন্স কলেজে এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সকাল ১০টায় খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।








সর্বশেষ মন্তব্যসমূহ