নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নির্মল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ ২২ সেপ্টেম্বর রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রথমে তিনি কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখস্থ মাঠে উইপিং দেবদারু এবং পরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার সংলগ্ন সড়কের পাশে ঝাউ গাছের চারা রোপণ করেন।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। একমাত্র বৃক্ষই পারে প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে। এজন্য পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পতিত জায়গায়, পুকুর পাড়ে, রাস্তার পাশে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এস্টেট শাখা প্রধান উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ, সহকারী রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *