জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে জেলা সমাবেশ আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরূল হাসান ফরিদী, বিএএম।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। গত পাঁচ আগস্টের প্রেক্ষিতে দেশের ক্রান্তিলগ্নে বিভিন্ন থানা ও সরকারি প্রতিষ্ঠান সমূহে সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার , অঙ্গীভূত আনসার ও ভাতাভুক্ত সদস্যগণ নিচুয়াডাঙ্গা রলস ভাবে কাজ করেছেন একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট চুয়াডাঙ্গাফারুক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা খন্দকার গোলাম মাওলা, বিপিএম (সেবা) উপপরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক চুয়াডাঙ্গা শারমিন আক্তার, ও উপপরিচালক এনএসআই চুয়াডাঙ্গা, শামসুল হক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন।








সর্বশেষ মন্তব্যসমূহ