
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ সকালে কলেজিয়েট গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা ছোট বেলায় এই ধরনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষায় থাকতাম। আজকের খেলাধুলায় যারা অংশগ্রহণ করবে তাদের মনে রাখতে হবে প্রতিটি খেলায় জয়-পরাজয় থাকে। তবে সবচেয়ে বড় বিষয় হলো অংশগ্রহণ করা। তোমরা কারও প্রতি কোন বিভেদপূর্ণ মনোভাব তৈরি না করে খেলাকে উপভোগ করবে। তবে খেলাধুলার পাশাশাশি পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। কারণ পড়াশোনাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। মোবাইলে আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি আসক্ত হওয়ার জন্য আহবান জানান প্রধান অতিথি।
কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক জি এম মকবুল-উর-রহমান বক্তৃতা করেন।







Visit Today : 281
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ