খুলনা সিটি কর্পোরেশনের ১ ও ২৫ নম্বর ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণা কার হয়েছে। গতকাল ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
শ্রম ও কলকারখানা অধিদপ্তরের সম্মতিক্রমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম গত জানুয়ারী মাসে নগরীর ৩১টি ওয়ার্ডে জরিপ পরিচালনা করে। জরিপে মোট ২৮৬ জন শিশু শ্রমিক চিহ্নিত হয়, যার মধ্যে এক নম্বর ওয়ার্ডে ১৩ জন এবং ২৫ নম্বর ওয়ার্ডে ১১জন শিশু ছিল।
পরবর্তিতে ওয়ার্ল্ড ভিশনের সহয়তায় পরিবারগুলোকে পুসর্বাসনের উদ্যোগ নেওয়া হয় এবং নগদ অর্থ প্রদান, ক্ষুদ্র ব্যবসার উদ্যোগীকরণ ও পরিবারের বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়। এর ফলে শ্রম থেকে মুক্ত হয়ে শিশুরা আবার স্কুলে ফিরে গিয়ে শিক্ষার সুযোগ গ্রহণে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি’র প্রধান নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, শিশুশ্রম শুধু একটি প্রকল্পভিত্তিক কাজ নয়, এটি একটি সামাজিদ ও নৈতিহ দায়িত্ব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রশাসনিক অফিসার মোল্লা মারুফ রশিদ, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিররের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসাদুজ্জামান খান, নগর শিশু ও যুব ফোরামের সদস্যগণ এবং শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন, ফ্লোরা তিথি চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ম্যানেজার সুরভী বিশ্বাস। সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজার, খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিস, ফুলি সরকার।








সর্বশেষ মন্তব্যসমূহ