কঞ্জ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জ্বালানি অধিকার সংরক্ষণে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি-২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানি থেকে ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে যাত্রা করার যে বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে যাকে বলা হয়েছে এনার্জি ট্রাঞ্জিশন বা জ্বালানি রূপান্তর, গোটা পৃথিবীর মত বাংলাদেশও সেই জ্বালানি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই জ্বালানি রূপান্তর প্রক্রিয়া যাতে ভোক্তাবান্ধব সাশ্রয়ীমূল্যের এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিৎ করে জ্বালানি সুবিচার করতে সক্ষম হয়ে অগ্রসর হয় সেটাই কাঙ্খিত লক্ষ্য।
জ্বালানি অধিকার ও পরিবেশ সুরক্ষা প্রতিষ্ঠাসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত’র লক্ষ্যে কঞ্জ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দুই দশকের বেশি সময় ধরে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্যাব বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ প্রস্তাব করেছে এবং তার বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী পালন করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ক্যাব, অধ্যাপক এম শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ক্যাব, খুলনা জেলা কমিটি, নাজমুল আজম ডেভিড, ক্যাব প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।








সর্বশেষ মন্তব্যসমূহ