
সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে ২৯ অক্টোবর অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সমন্বয়ক ও সহ সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র সভাপতি অধ্যাপক রমা রহমান, স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনা সহ সভাপতি গৌরাঙ্গ নন্দী। সমন্বয় সভায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় মাঠ পর্যায় থেকে পাওয়া অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরেন এসিজি সমন্বয়কবৃন্দ।
সনাক-খুলনা’র পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক আনোয়ারুল কাদির, শিক্ষা খাতের আহবায়ক ও সহ সভাপতি রিনা পারভিন, ভুমি খাতের আহবায়ক অশোক কুমার ঘোষ এবং স্বাস্থ্য খাতের আহবায়ক মোঃ আসাফুর রহমান কাজল আলোচনা করেন। বর্তমান বাস্তবতায় এসিজি সদস্যদের ভবিষ্যৎ কর্মকৌশল বিষয়ে আলোচনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানের সমাপনী ও সভাপতির বক্তব্যে সভাপতি বলেন মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসিজি সদস্যগণ অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে বিদ্যমান অনেক সমস্যা সমাধান করেছেন। তিনি সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্নীতি বিরোধী সমাজিক আন্দোলনকে আর জোরদার করার উপর গুরুত্ব আরোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।







Visit Today : 281
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ