সুস্থ সবল জাতি গঠনে টাইফয়েড টিকা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমাদের উচিৎ যে কোন উপায়ে এই কর্মসূচীকে সফল করতে প্রচেষ্টা গ্রহণ করা।
টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর সাস্থ্য ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার এ সকল কথা বলেন।
সূত্রমতে, সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটিতে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। নগরীর ৩১ টি ওয়ার্ডের ৫৬৫টি স্কুল কেন্দ্রে এক লক্ষ ২৪ হাজার ৫৭৬ জন শিশু এবং কমিউনিটিতে ৪৭ হাজার ৭৯৪ জন শিশু সহ মোট এক লক্ষ ৭২ হাজার ৩৭০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে।
বিশেষ শতর্কতাঃ খালিপেটে এবং অসুস্থ শরীরে কোন শিশুকে টিকা দেওয়া যাবে না।
উল্লেখ্যঃ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েড জ¦রে আক্রান্তের হার অনেক বেশী। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবয় প্রায় ৮ হাজার জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড সাধারণত দূষিত খাবার, দূষিত পানি, অপরিচ্ছন্ন স্যানিটেশন ব্যাবস্থা, দুষিত পরিবেশের মাধ্যমে বিস্তার লাব করে। জীবানু শরীরে প্রবেশের ৭ থেকে ১৪ দিনের মধ্যে জ্বর হয়, তবে কিছু ক্ষেত্রে ৩দিন থেকে ২ মাস পর্যন্ত হতে পারে। এ রোগের লক্ষণ হ’ল মৃদু জ¦র থেকে দীর্ঘস্থায়ী উচ্চ মাত্রার জ্বর, ক্লান্তি, মাথা ব্যাথা, কাঁপুনি, কাশি, শরীর ব্যাথা, বমি ভাব, যকৃৎ ও প্লিহা বড় হয়ে যাওয়া এবং শরীরে র্যাশ বা লালচে দানা ওঠা।
টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত নিরাপদ ও কার্যকর । সরকারী উদ্যোগে বিনামূল্যে এইটিকা দেওয়া হয়।








সর্বশেষ মন্তব্যসমূহ