জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ খুলনা মহানগরীর জোড়াগেট ও খালিশপুর এলাকায় এক পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়।
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকা, ওজনে কারচুপি করা, ও মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রি করা প্রভৃতি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী বিসমিল্লাহ বেকারীকে পাঁচশ’ টাকা, নূরজাহান ফুডসকে পাঁচ হাজার টাকা, মিতালী হোটেলকে ১০ হাজার টাকা, ইলেকট্রিক ফেয়ারকে এক হাজার টাকা সহ মোট ১৬ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃত্বে এই অভিযানে সহয়তা করেন জেলাপ্রশাসন, র্যা ব-৬, পরিবেশ অধিদপ্তর ও জেলা কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধিবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ