বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন কর্তৃক কেসিসি’র মানববর্জ্য শোধনাগার পরিদর্শন

খুলনা সফররত বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা ২২ আগস্ট নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এবং এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে কেসিসি কর্তৃক পরিচালিত মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া দুষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রকল্পটি বাস্তবায়িত হলে মানব বর্জ্য থেকে জৈব সার তৈরী হবে যা দেশের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে মডেল হিসেবে বিবেচিত হবে বলে প্রকল্পের অফিসারগণ উল্লেখ করেন। সভায় খুলনা মহানগরীর আধুনিক স্যানিটেশন ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নমূলক আরো প্রকল্প বাস্তবায়নের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি কেসিসি’র পক্ষ থেকে আহবান জানানো হয়।

কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ ফারুক হিল্টন, প্রধান নির্বাহী অফিসার পলাশ কান্তি বালা, সচিব মোঃ ইকবাল হোসেন, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজার ভুরীজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার লিন আইসেনহার্ট, সিনিয়র স্ট্রাটেজি এ্যাডভাইজার হ্যারী মেনন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহসানুল কবীর, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের টিম লিডার রাজীব মুনানকামী, কেসিসি’র প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা অফিসার প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার ও প্রকল্পের ফোকাল পারসন আবির উল জব্বার, স্বাস্থ্য অফিসার ডা. স্বপন কুমার হালদার, এসএনভি নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কমিউনিকেশন এডভাইজার সামারা মোর্তাদা, গভর্ণন্যান্স এ্যাডভাইজার শহীদুল ইসলাম, প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাগণ রাঁজবাধ এলাকায় অবস্থিত কেসিসি’র মানববর্জ্য শোধনাগার ও নগরীর সোনাডাঙ্গাস্থ সুইপার কলোনী পরিদর্শন করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *