মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সভা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের এক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র সচিব মোঃ ইকবাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

মহানগরী এলাকার সেপটিক ট্যাংক নিরাপদ ও নিয়মিতভাবে পরিস্কার করার লক্ষ্যে দুই মাস ব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, প্রধান স্বাস্থ্য অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, স্বাস্থ্য অফিসার ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার আনিসুর রহমান, জনসংযোগ অফিসার সরদার আবু তাহের, নাগরিক ফোরাম নেতা মিনা আজিুজর রহমান, এসএনভি’র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এসএএম হুসাইন, মোঃ সহিদুল ইসলাম, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি রোকেয়া রহমান, কনিকা কনসালটিং সার্ভিসেস প্রা: লি:-এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মহানগরী এলাকার সেপটিক ট্যাংক নিরাপদ ও নিয়মিতভাবে পরিস্কার করার লক্ষ্যে দুই মাস ব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান আগামী ১২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বিকাল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক এ প্রচারাভিযান কর্মসূচীর উদ্বোধন করবেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *