সুন্দরবনের ট্রলার ড্রাইভাররাও হতে পারে উপযুক্ত ট্যুরগাইড

কম্যুনিটি বেজ ট্যুরিজমকে নিশ্চিৎ করা সম্ভব হলে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষদের বন নির্ভরতা কমবে। সুন্দরবনে আগত পর্যটকদের বহনকারী ট্রলার ড্রাইভারদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ গাইড হিসেবে গড়েতোলা সম্ভব।

সে উদ্যোগকে সামনে নিয়ে আজ ২৬ আগস্ট ট্রলার ড্রাইভার কাম ট্যুরগাইদের প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রশিক্ষন মডিউল ডেভেলপমেন্ট ‘ভ্যালিডেশন কর্মশালা’ বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আইএলও এবং কানাডিয়ান সরকারের আর্থিক সহায়তায় ও বাস্তবায়নকারি  সংস্থা সুশীলন’র উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যলয়ের ফরেস্ট্রি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম রাকিব, পরিবর্তন-খুলনা’র এম. নাজমুল আজম ডেভিড, জনউদ্যোগের মহেন্দ্র নাথ সেন, বন অধিদপ্তরের মোঃ সামছুল হক, জিআইজেড’র মোঃ মিজানুর রহমান, দেশ’র ডা. সাইফুল ইসলাম, সুশীলনের মোঃ রফিকুল হক, এ এম ওয়াহিদুজ্জামান, দি সেইল শিপিং’র শেখ আরিফ আহমেদ, রেঙ্গল ট্যুরস’র শাহ জামান খান, এরেঞ্জার ট্যুর’র শেখ মোঃ জিয়াউল হক জনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ ইমরান ইমন ও রমা দাস।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *