তিনটি বিশাল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবির দিকে

তিনটি “বিশাল” গ্রহাণু এই সপ্তাহান্তে পৃথিবী খুব নিকট দিয়ে যাবে, যা কিছু নাসা প্রশাসককে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে, জানিয়েছে নাসা।

গ্রহাণুঃ তিনটি গ্রহাণুর প্রথমটি- 2018 VS1, শনিবার সকালে প্রায় ৯:০৩ ঘন্টা পূর্বঞ্চলিয় সময়ে পৃথিবীকে পাশ কাটাবে। গ্রহাণুটির গতিবেগ ঘন্টায় ২৩,৭২৪ মাইল বা প্রতি সেকেন্ডে ৬.৫৯ মাইল।

১৬ মিনিট পরে দ্বিতীয়টি 2018 VR1 প্রতি ঘন্টায় ২০,৭৭২ মাইল বেগে পৃথিবীকে অতিক্রম করবে।

তারপর, ১:২৬ মিনিটে 2018 VX1 তৃতীয় গ্রহাণুটি ১৩,৫৭২ মেইল বেগে পৃথিবী অতিক্রম করবে।

তাদের আকারঃ দ্বিতীয় গ্রহাণু VR1 সবচেয়ে বড়, যেটি আনুমানিক ১০০ ফুট। এর পর VS1, যেটি প্রায় ৬৫ ফুট। আর তৃতীয়টি, VX1যেটির আয়তন ২৬ থেকে ৫৯ ফুট’র মধ্যে।

৬৬ মিলিয়ন বা ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে যে গ্রহাণুটি পৃথিবীতে  আঘাত করার ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়েছিলো তার আয়তন ছিলো প্রায় ৬.২ থেকে ৯ মাইল প্রশস্ত বলে মনে করা হয়।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *