বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও কৃষিতে দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে লোকজ পরিচালিত কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষকদের অংশগ্রহণের বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি প্রশিক্ষণ।

মিজরিওর-জার্মানী’র আর্থিক সহায়তায় লোকজের আয়োজনে আজ ৮ নভেম্বর বটিয়াঘাটা কাতিয়ানাংলা লোকজ সভা কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম । এছাড়া প্রশিক্ষণটিতে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গঙ্গারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদি উজ জামান হাদী এবং লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। প্রশিক্ষণে কৃষক নেতৃত্বে কৃষি: লোকায়ত কৃষি, জলবায়ু, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, দুর্যোগ, দুর্য়োগ ঝুঁকি প্রশমনে করণীয়, দুর্যোগ ও কৃষি, কৃষক ফেডারেশন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন শংকর রঞ্জন সরকার ও লোকজ’র সনম্বয়কারী পলাশ দাশ। বটিয়াঘাটার ৩টি ইউনিয়নের ২০টি কৃষকদলের ২৫ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *