রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ফুলতলায় লোকমেলার উদ্বোধন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’র ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী লোকমেলা আজ বিকেলে খুলনা ফুলতলা দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে।

বিকেলে মেলার উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। লোকমেলার উদ্বোধনের পর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নূর-ই-আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মনিরুজ্জামান । স্বাগত জানান সহকারী কমিশনার ভূমি পিংকি সাহা। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে।

‘সভ্যতার সংকট: রবীন্দ্র ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট’ নিয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন । পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *