বিশ্ব অটিজম সচেতনতা দিবসে স্বাস্থ্য বিভাগের র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে খুলনা সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকালে হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিস্টিক শিশুরা আমাদের আপনজন। তাদেরও সকলের মতো মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে। অটিস্টিক শিশুদের সকল ক্ষেত্রে সহযোগিতা করতে হবে । চিকিৎস্যা ও কাউন্সেলিং এর মাধ্যমে অটিস্টিক শিশুদের সম্পূর্ণ ভাল করা সম্ভব। উপযুক্তি প্রশিক্ষণ, পরিচর্যা ও শিক্ষা পেলে তারা অনেক কিছু করতে পারবে। বক্তারা অটিস্টিক শিশুদের পরিচর্যাকেন্দ্র  বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সার্জারী বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ উৎপল কুমার চন্দ্র, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ সরাফত হোসেন এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এর আগে জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *