আগামী বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ডাকবাংলো সংলগ্ন খুলনা চেম্বার অব কমার্স ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবিসমূহের মধ্যে রয়েছে, আগামী বাজেটে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা, যাচাই-বাছাই ছাড়া (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সব নকল বিড়ি বন্ধ করা, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বাড়ানো এবং বহুজাতিক সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধ করা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুস সালাম মুন্সী। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ