গতকাল ১৯ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে খুলনামহানগরীর ময়লাপোতা, শেরেবাংলা রোড ও নিরালা এলাকায় পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপ সচিব) সৈয়দ রবিউল আলম, সহকারী পরিচালক মামুনুল হাবিব ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং পণ্যে উৎপাদন তারিখ লিপিবদ্ধ না থাকায়,খুচরা মূল্য লেখা না থাকায়,মূল্য তালিকা প্রদর্শণ না করায়,অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, ওজনে কারচুপি, পঁচা-বাসিখাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮,৪৩,৪৬ ও ৫১ ধারায় ঢাকা বিরিয়ানি হাউজ-২০,০০০টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী-২০,০০০টাকা, ইয়াকুব ষ্টোর-১০,০০০টাকা, জমজম মিষ্টি -৪০,০০০টাকা,বনফুল বেকারী-৫,০০০টাকা ও বাংলাদেশ বেকারীকে-৫,০০০টাকা সহ মোট ৬ টি প্রতিষ্ঠান কে ১,০০,০০০টাকা (এক লক্ষ) জরিমানা করা হয় এবং এই অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান পরিশোধ করেন। অভিযানকালে সকল কে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইন ২০০৯অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ