আগামীকাল ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয় পুরাতন খেলার মাঠে ছাত্র-ছাত্রীদের আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা-২০১৬’র উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষার্চ্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শরীফ হাসান লিমন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার খান আতিয়ার রহমান। প্রতিযোগিতায় ছাত্রদের ৪টি গ্রুপে ২০টি দল অংশগ্রহণ করবে এবং ছাত্রীদের দু’টি গ্রুপে ৪টি দল অংশগ্রহণ করবে। ছাত্রদের গ্রুপ-এ তে রয়েছে পদার্থ বিজ্ঞান, সাংবাদিকতা, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, ফার্মেসি। গ্রুপ-বি তে রয়েছে এগ্রোটেকনোলজি, নগর ও গ্রামীণ পরিকল্পনা, রসায়ন, ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, পরিসংখ্যান ডিসিপ্লিন। গ্রুপ-সি তে রয়েছে ইংরেজি, এনভায়রণমেন্টাল সায়েন্স, সমাজ বিজ্ঞান, বাংলা, ডেভেলপমেন্ট স্টাডিজ। গ্রুপ-ডি তে রয়েছে ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি, স্থাপত্য, সয়েল সায়েন্স, ভাস্কর্য, ড্রইং এন্ড পেইনন্টিং ডিসিপ্লিন এবং ছাত্রীদের ২টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। গ্রুপ-এ তে রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ ও স্থাপত্য। গ্রুপ-বি তে রয়েছে, পদার্থ বিজ্ঞান ও সাংবাদিকতা। আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ