খুলনায় শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব অনুষ্ঠিত

বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব-২০১৯, ১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনার করোনেশন হল নাট্য নিকেতনের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, দেশে থেকে প্রায় নাটক হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মানসম্মত নাটক তৈরি করতে হবে। নাটকের মাধ্যমে সমাজের ভাল এবং খারাপ দিকগুলো তুলে ধরতে পারে। তিনি বলেন, খুলনা জেলা শিল্প-সংস্কৃতিতে দীর্ঘদিনের সুনাম রয়েছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে। একটি দেশের নিজস্ব সংস্কৃতি সে দেশের পরিচয় বহন করে। শুদ্ধ সংস্কৃতি চর্চা ও প্রতিভার বিকাশে জেলা শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান বাবলু এবং খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ব মোঃ হুমায়ুন কবীর ববি। স্বাগত জানান জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।

এদিন খুলনার চারটি সংগঠনের চারটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকগুলো হলো: কবর, ঈগলের ডিম, নতুন মুক্তিযুদ্ধ এবং ঘাতক।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *