শোলমারী নদী খনন ও দখল-দূষণ রোধ করে অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে

শোলমারি নদীর দখল-দূষন রোধ, সকল বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবীতে আজ ২২ সেপ্টেম্বর  বিশ্ব নদী দিবস উপলক্ষে বটিয়াঘাটা শোলমারী সেতুতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘বিশ্ব নদী দিবস ২০২৪ এর অঙ্গীকার, আন্ত:সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন এর আহবায়ক মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাড. কুদরৎ ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, অজন্তা দাশ, শোলমারি-সালতা নদী সংরক্ষণ আন্দোলন এর যুগ্ম আহবায়ক নিতাই গাইন, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি রক্ষা জোট এর আহবায়ক অধ্যক্ষ আব্দুল মতলেব, বেলার বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাংবাদিক দিপংকর রায়, আইআরভি’র মেরিনা যুথী, অ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী প্রমুখ।

মানববন্ধন ও সমাবশে বক্তারা বলেন, শোলমারি নদী বটিয়াঘাটা ও ডুমুরিয়া অঞ্চলের জনগোষ্ঠীর কৃষি ও নৈমিত্তিক জনজীবনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে। কিন্ত বর্তমানে নদীর প্রবাহ না থাকায়, নদী ভরাট, নদীর দু’পাশ দখল ও ভরাটসহ বিভিন্ন কার্যক্রমের ফলে এই নদী এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। বটিয়াঘাটা ব্রীজ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই বিপর্যয়কে আরো ত্বরান্বিত করেছে। এর ফলে এলাকার কৃষক একদিকে কৃষিকাজে ও দৈনন্দিন গৃহস্থলী কাজে পানির চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে এলাকায় দিনের পর দিন জলাবদ্ধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা তাদের আলোচনায় জরুরীভাবে শোলমারি নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নদী খুনন ও নদীর দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সেক্ষেত্রে প্রয়োজনে দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে প্রশাসনিকভাবে সেই সকল দখলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উচ্ছেদের দাবি জানান। সেই সাথে সবাইকে শোলমারি নদী রক্ষায় এগিয়ে আসবার আহবান জানান।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *