বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খুলনা মহানগরীর নতুন বাজার চর বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার বিকেলে নগদ অর্থ প্রদান করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান নতুন বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ প্রদান করেন।
আর্থিক সাহায্য প্রদানকালে তিনি বলেন, দুর্যোগপীড়িত মানুষের সাহায্যার্থে প্রত্যেকের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোন মানবিক বিপর্যয়ে সংস্থাটি মানুষকে সহযোগিতা করে থাকে।
এ সময় অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার, রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, সদস্য অধ্যক্ষ শহিদুল হক মিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ