আগামীকাল ২২ অক্টোবর জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৪। দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র যৌথ আয়োজনে এবং খুলনা অঞ্চলের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র সার্বিক সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, হাত ধোয়া প্রদর্শন, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং কাঁচা ও পাঁকা ল্যাট্রিন স্থাপন।
সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হবে। সকাল সাড়ে নয়টায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে হবে হাত ধোয়া প্রদর্শন। সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে কর্মশালা। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। পরে একই স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ২২ অক্টোবর থেকে সাত দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কাঁচা ল্যট্রিন অপসারণ ও পাঁকা ল্যাট্রিন স্থাপন করা হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ