চলমান সহস্রাব্দের শুরুতে সুন্দরবন কেন্দ্রিক জনপদের পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, ভৌগোলিক গঠন ও আচরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সর্বোপরি এলাকাবাসীর আর্থ-সামাজিক সংকট ও সাংস্কৃতিক ঐতিহ্য লালনকে বৃহত্তর পরিমন্ডলে প্রকাশ করার জন্য মিথস্ক্রিয়া সংঘটন করার আকাঙ্খায় পথচলা শুরু করেছিল ‘সুন্দরবন সমাচার,’ যা কয়েকজন মানুষের সুপ্ত আবেগের শারীরীক বহিঃপ্রকাশ। পূর্ণ কলেবরে ও অদম্য উদ্দীপনায় বেশ কয়েকটি সংখ্যা আত্মপ্রকাশ করেছিল তথ্য ও তত্বের নিবিড় উপস্থাপনায়, অনেক সুধী মানসের আগ্রহের বিষয়বস্তু হিসেবে।
বাস্তবতা বড়ই নির্মম। আর্থিক সংকট, দক্ষ ও সংকল্পবদ্ধ লোকবলের স্বল্পতা, উদ্যোগী কর্তৃপক্ষের পারষ্পারিক সম্পর্কের ছন্দপতন প্রভৃতি হিমালয়সম প্রতিবন্ধকতার দেয়াল তুলে অচিরেই স্তব্ধ করে দিল এই সৃজনশীল প্রয়াসকে। রুদ্ধ হল একটি সম্ভাবনাময় সত্তার এগিয়ে চলা।
সময় থেমে থাকে না- থেমে থাকে না কোন আন্তরিক প্রয়াসও। সে দিনের সেই নবজন্মলব্ধ পত্রিকা যা শৈশবেই হারিয়ে ছিল পথের দিশা, তা আজ আবার নতুন ভোরে উদিত হওয়ার আকাঙ্খায় উদ্বেল। অতীত লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আবারও শুরু হল সুন্দবন সমাচার-এর পথ পরিক্রমা। জানি সামনে বন্ধুর পথ নিরন্তর প্রতিবন্ধকতা জাল পেতে থাকবে- তবুও আমরা চলব- এক সাথে, এক উদ্দেশ্যে, একান্ত কামনায়।
প্রযুক্তি দ্রুত বর্ধমান; এর ছোঁয়ায় পৃথিবী এক দ্রুত গতির যানে আসীন। অধুনা ইন্টারনেট প্রযুক্তি সবাইকে এনেছে কাছে- সহজ করেছে আত্মকথনের সম্প্রচারকে। এই প্রাযুক্তিক উৎকর্ষতাকে কাজে লাগিয়ে সুন্দবন সমাচার নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অন লাইন সংস্করণ হিসেবে। অতীত উপলব্ধির নবতম বিকাশে যোগ হয়েছে ইকো-ট্যুরিজম- সুন্দরবন সুরক্ষায় অনন্য সংযোজন।
এই কাফেলায় সহযাত্রী হওয়ার আমন্ত্রণ রইল সবার।
Pingback: একজন সাধারণ পাঠক