খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান শুভ ইংরেজী নববর্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে প্রদত্ত শুভেচ্ছা বাণীতে সিটি মেয়র বিগত বছরের দুঃখ বেদনা ও যাবতীয় মালিন্যকে মুছে ফেলে নতুন উদ্দীপনায় জীবন শুরু করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অতীতের সঞ্চিত অভিজ্ঞতা নতুন বছরের পথ চলতে সকলকে উজ্জীবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র সমন্বিত প্রয়াসের মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শুভ নববর্ষে তিনি নগরবাসীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ