খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস বলেছেন, নতুন নতুন ভাস্কর্য, সৌন্দর্য্যমন্ডিত সড়কদ্বীপ ও পর্যাপ্ত ফোয়ারা নির্মাণের মাধ্যমে খুলনা কে সুন্দর দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করা দরকার। সৌন্দর্য্য পিপাসু মানুষের চিত্ত বিনোদনের জন্য বিনোদন পার্ক সহ বাগিচা নির্মাণ করতে হবে। এ জন্য খুলনা সিটি কর্পোরেশন বাস্তবভিত্তিক কর্মসূচী বাস্তবায়ন করবে।
ভারপ্রাপ্ত মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থানে সিটি বিউটিফিকেশন সেলের কার্যক্রম পরিদর্শনকালে কাউন্সিলর ও অফিসারদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন। তিনি নগরীর শিববাড়ী মোড়ের ফোয়ারা, কেডিএ এভিনিউ, মজিদ সরণী বাইলেন, ময়লাপোতা মোড়ের ভাস্কর্য, ষাটগম্বুজের প্রতিকৃতি, রয়্যাল চত্বর, জোড়াগেট বিমান চত্বর ও নতুনরাস্তা মোড়ের ভাস্কর্য পরিদর্শন করেন।
এ সময় কেসিসি’র কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কে এম হুমায়ুন কবীর, প্রধান নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, সচিব এম ইদ্রিস সিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরাদুল হক, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, চীফ পস্নানিং অফিসার আবির-উল-জববার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ