খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ‘খানি বাংলাদেশ’ এর নতুন কমিটি গঠিত

খাদ্য নিরাপত্তা বিষয়ক জাতীয় নেটওয়ার্ক ‘খানি বাংলাদেশ’র বার্ষিক সাধারণ সভা সোমবার যশোরের রামনগরে অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা ৩০টির বেশি নাগরিক সংগঠন ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই সাধারণ সভায় আগমী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ এবং নতুন গঠনতন্ত্র চূড়ান্ত্ম হয়। তালিব বাশার নয়নকে সভাপতি এবং নূরম্নল আলম মাসুদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কমিটি গঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- সহসভাপতি মিহির কান্ত্মি বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মেরিনা যুথী, কোষাধ্যÿ শ্যামলকান্ত্মি বোস, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মেহেদী, সৌরব বড়ুয়া, ফারহানা মারিয়াম, শেখ রোকন। কার্যনির্বাহী সদস্যরা হলেন- হেলাল উদ্দিন, মনির আহমেদ, মুশফিকুর রহমান সাব্বির, মোহন চন্দ্র মন্ডল, খালিদ পাশা জয়, এন্ড্রু সলমান, সুশেন কুমার শ্যামদুয়ার ও সাজিদ খন্দকার।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *