জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যগে আজ খুলনা মহানগরীর থানার মোড়, ভৈরব ষ্ট্রান্ড রোড, কালীবাড়ী, পিকচার প্যালেস মোড় ও নিরালা আবাসিক এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন করায়, মূল্য তালিকা প্রদর্শন না করায়, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ না থাকায়, ওজনে কারচুপি করায়, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রভৃতি আবশ্যক তথ্য না লেখায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২, ৪৩, ধারা অনুযায়ী বার্গার কিং কে ১০ হাজার টাকা, রিয়াজ সীড হাউজ কে ১০ হাজার টাকা, মেসার্স ফাহিম এন্টার প্রাইজ কে পাঁচ হাজার টাকা, ডিলাক্স হোটেল কে ২০ হাজার টাকা, ফাতেমা এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা, আলকা বিরিয়ানী হাউজ কে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৬০ হাজার (ষাট হাজার) টাকা জরিমানা করা হয় এবং এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন।
এই অভিযানে জেলা প্রশাসন কার্যালয়, র্যাব-৬, জেলা বাজার অফিসার, পরিবেশ অধিদপ্তর ও ক্যাব প্রতিনিধিগণ সহায়তা করেন। অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম।
by
সর্বশেষ মন্তব্যসমূহ