খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র খুনিদের দেশে ফিরিয়ে আনা, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায কার্যকর করা এবং ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলাকারীদের গ্রেফতার ও ২১ আগষ্ট শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে খুলনা সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি আজমল আহম্মেদ তপন’র সভাপতিত্বে প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক এমপি, বিশেষ অতিথি আলহাজ্জ্ব মিজানুর রহমান মিজান এমপি সহ খুলনা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ’র বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেত্রীবৃন্দ স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি ও জামাতের বিরুদ্ধে রুখে দাড়াতে এবং অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায কার্যকর করার আহ্বান জানান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ