খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির উদ্যোগে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ক্যুইজ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের পঁয়ষট্টিজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক, খুলনা, আনিস মাহমুদ, সহ-সভাপতি ও প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, সাধারন সম্পাদক আনোয়ারুল কাদির, নির্বাহী সদস্য এম এম মাসুদ মাহমুদ, রোজী রহমান, শরিফুল ইসলাম সেলিম, শামীমা সুলতানা শিলু, রসু আখতার, গ্রন্থাগারিক শ্যামল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল পাঁচটায় লাইব্রেরি মিলনায়তনে ‘এ অঞ্চলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পরে বইপড়া ও ক্যুইজপ্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং সভাপতিত্ব করবেন সেমিনার ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ