খুলনা জেলা তথ্য অফিস শিশু ও নারী উন্নয়নে প্রচার কাজ শুরু করেছে

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের উন্নয়নের জন্য যোগাযোগ কর্মসূচির আওতায় আজ হতে দাকোপ ও কয়রা উপজেলার প্রত্যন্ত এলাকায় চলচ্চিত্র প্রদর্শন ও গণউদ্বুদ্ধকরণ সঙ্গীত কার্যক্রম শুরু করেছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)’রআর্থিক সহযোগিতায় খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস চলতি অক্টোবর মাসে এই প্রচার কাজ বাস্তবায়ন করবে। এই প্রচার কাজের উদ্দেশ্য হ’ল শিশুর শিক্ষা ও বিকাশ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক নিরোধ, শিশুর টিকাদান, হাত ধোয়ার অভ্যাস, স্যানিটেশনসহ অন্যান্য জনসচেতনতা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা।

প্রসঙ্গত, জেলা তথ্য অফিস সিনেমা শো, সঙ্গীত, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, আলোচনা সভা, মাইকিং, পোস্টার স্থাপনসহ অন্যান্য প্রচার কাজের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন সামাজিক ইস্যুতে উদ্বুদ্ধ করার কাজ করে আসছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *