খুলনা জেলা প্রশাসন কর্তৃক গতকাল বিকেলে মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নগরীর টুটপাড়া এলাকায় মোঃ মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী দীর্ঘ দিন ধরে ঐ এলাকার এক যুবতিকে পথে ঘাটে এবং তার বাসার আসে পাশে উত্যক্ত করে আসছিল।
এছাড়া লবনচরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বেগম অটো রাইস মিলকে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতকরণের জন্য ১০ হাজার টাকা, বয়রা অটো রাইস মিলকে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতকরণের জন্য ৫ হাজার টাকা, বড় বাজারে তিনটি চালের আড়তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের জন্য ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা, বড় বাজার নিউ ইসলামিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার জন্য ৫ হাজার টাকা এবং একটি চায়ের দোকানে সিগারেটের বিজ্ঞাপন দেয়ার জন্য পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ