আজ ৩০আগষ্ট খুলনা জেলা ষ্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটশুরুতে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ চালায় এবং গোলশূণ্য ভাবে প্রথমার্ধ শেষ করে।বল লীগে বিকাল ৪ টা ৩০ মিনিটে শক্তিশালী শেখ কামাল স্মৃতি সংসদ ও শক্তিশালী লিটন স্মৃতি সংসদ মুখোমুখি হয়।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে লিটন স্মৃতি সংসদ চড়াও হয়ে খেলতে থাকে। এ সময় লিটন স্মৃতি সংসদ’র সুযোগ সন্ধানি ৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ কামাল স্মৃতি সংসদ’র জালে বল জড়িয়ে ১-০ গোলে নিজ দল কে এগিয়ে নেয়।
রেফারী গোলের বাশি বাজালে শেখ কামাল স্মৃতি সংসদ’র খেলোয়াড়বৃন্দ বল গোলের বাইরে থেকে গেছে বলে দাবী করে। রেফারী গোলের সিদ্ধান্ত দিলে মাঠের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খেলা কিছু সময় বন্ধ থাকার পর কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর পুনরায় খেলা শুরু হয় এবং ১-০ গোলে লিটন স্মৃতি সংসদ এগিয়ে থেকে খেলা শেষ করে।
আগামীকাল খুলনা জেলা ষ্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগে বিকাল ৪ টা ৩০ মিনিটে শক্তিশালী এস বি আলী ফুটবল একাডেমী বনাম দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মুখোমুখি হবে।
আজকের খেলা পরিচালনা করেন ফিফা রেফারী তৈয়ব হাসান,সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন কামাল আহমেদ ও আলী আকবর। চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী মইনুল ইসলাম।
by
সর্বশেষ মন্তব্যসমূহ