খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (আগামী ১৯-২৫ অক্টোবর) পালিত হবে। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান আগামীকাল রবিবার সকাল ৯ টায় নগরীর মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করবেন।
মহানগরীর ৫০৫টি বিদ্যালয়, মাদরাসা, মক্তব ও কিন্ডার গার্টেনের ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কর্মসূচীর আওতায় মহানগরীর ৯৩ হাজার ৮’শ ৭২জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ