খুলনা সিটি কর্পোরেশনের ১১তম সাধারণ সভা আজ সোমবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ভাষা সৈনিক আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা শেখ সরোয়ার জাহান’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সভা মুলতবি ঘোষণা করা হয়। মুলতবি সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, অফিসার এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








সর্বশেষ মন্তব্যসমূহ