গেট আউট

DSC_0509

জামায়াত নেতা যুদ্ধাপরাধী এম কামারুজ্জামানের মামলার আপিলের রায় ঘোষণার সময় বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যানকেমোবাইল ফোনে কথা বলায় আদালত কক্ষ থেকে বের করে দিয়েছেন বিচারক।

সোমবার কামারুজ্জামানের মামলার আপিলের রায় ঘোষণা করেনআপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ, যাতে ফাঁসির রায় বহাল রাখা হয়।

ইংরেজি দৈনিক নিউ এজ’র বিশেষ প্রতিনিধি ব্রিটিশ নাগরিক বার্গম্যান রায় পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদালত কক্ষেই মোবাইল ফোনে কথা বলতে শুরু করেন।

বেঞ্চের সদস্য বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এসময় তাকে দাঁড়াতে বললে বার্গম্যান উঠে দাঁড়ান।

বিচারক তাকে উদ্দেশ্য করে বলেন, “আদালতকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকাই নিষিদ্ধ আপনি জানেন। আপনি মোবাইল ফোন নিয়ে এজলাসে ঢুকেছেন, এবং কথাও বলছেন।”

এরপর বিচারক বার্গম্যানকে বলেন ‘গেট আউট।’

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিভিন্ন মামলা ও রায় নিয়ে মন্তব্যের কারণে  এ সাংবাদিককে একাধিকবারসতর্ক করে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে ব্লগে ‘আপত্তিকর মন্তব্য’ করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ বর্তমানে আদালতে বিচারাধীন। আগামী ১ ডিসেম্বর এর রায় ঘোষণার কথা রয়েছে।

সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে আইনজীবী সারা হোসেনের স্বামীডেভিড বার্গম্যান ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *