জনগণের ক্ষমতায়নের মাধ্যমে জলবাযু ও পরিবেশিক ন্যায্যতা অর্জন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

গত ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর’১৪ তিন দিন ব্যাপী দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের কৈলাশগঞ্জ, হরিণটানা ও রাম নগর গ্রামে বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা’র উদ্যগে কৃষক, জেলে, বনজীবী, শিক্ষার্থী, শিক্ষক, গৃহিনী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ওইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সমন্বয়ে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে জলবাযু ও পরিবেশিক ন্যায্যতা অর্জন (পিস) প্রকল্পের অংশগ্রহণ মূলক উন্মুক্ত দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ লক্ষ্যে তিনটি গ্রামের প্রতিটি গ্রামে একটি পুরুষ দল ও একটি মহিলাদলের সমন্বয়ে দুটি করে মোট ছয়টি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কৈলাশগঞ্জের বনলাউডোবে তপন সরকারের বাড়ীতে ২৪ জন মহিলার সমন্বয়ে এবং সন্ধ্যা ৬ টায়  কৈলাশগঞ্জ ত্রিমহনী সার্বজনিন দুর্গা মন্দির, কৈলাশগঞ্জে ৩৬ জন পুরুষের সমন্বয়ে, ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাজুয়া আইপিএম ক্লাব, হরিণটানায় ২৭ জন নারী-পুরুষের সমন্বয়ে,এবং বেলা ১২ টায়  বিশ্বাস বাড়ী, মধ্যপাড়া, হরিণটানায় ২৪ জন নারী-পুরুষে সমন্বয়ে ও ১১সেপ্টেম্বর রামনগর কমিউনিটি ক্লিনিক কাম সাইক্লোন সেন্টারে সকাল ১০টায় ৩০ জন মহিলার সমন্বয়ে এবং বেলা ১২টায় রামনগর কমিউনিটি ক্লিনিক কাম সাইক্লোন সেন্টারে ৩৬ জন পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মকান্ড সম্বর্কে বিস্তারিত অবহিত করা হয়।

আলোচনা সভার বিষয় বস্তু হ’ল জলবায়ু সহিষ্ণু গ্রাম গঠন, গ্রাম উন্নয়ণ কমিটি গঠন, নির্ধারিত ফর্মের মাধ্যমে পরিবারের সদস্যের সংখ্যার ভিত্তিতে, শিক্ষিত সদস্যের সংখ্যার ভিত্তিতে, উপার্জন সক্ষম ব্যক্তির ভিত্তিতে, অক্ষম ও প্রতিবন্ধি সদস্যের ভিত্তিতে, ঝুকিঁপূর্ণ এলাকায় অবস্থানের ভিত্তিতে জলবায়ু ঝুঁকি নিরুপন ও প্রতিটি খানায় একটি স্কোর প্রদানের মাধ্যমে প্রতি বছর ১০% জলবায়ু সহিষ্ণু গ্রাম গঠনের লক্ষ্য অর্জন সম্পর্কিত, স্থানীয় মতামতের আলোকে গ্রাম ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাসের পরিকল্পনা প্রণয়ণ, গ্রাম উন্নয়ন কমিটির ত্রৈমাসিক সভা, জলবায়ু ঝুঁকি হ্রাসের পরিকল্পনার বার্ষিক মূল্যায়ন সম্পর্কিত, অভিযোজন কৌশলের উপর নারীর সক্ষমতা বৃদ্ধিতে পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির উপর নারীদের ওরিয়েন্টেশন সেশন পরিচালনার ক্ষেত্রে নারীর নেতৃত্ব সৃষ্টি, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও প্রচারাভিযান মূলক ক্লাস পরিচালনা, অভিযোজন সক্ষম কৃষি বিষয়ে বিভিন্ন দলের সাথে আলোচনা সভার মাধ্যমে সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থার নিশ্চয়তা বিধান ও কৃষকের অধিকার আদায়ে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নজরদারি বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।

পূর্বসতর্কিকরণ বার্তা ব্যবহার প্রসারে গ্রাম উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠান, জলবায়ু সহিষ্ণু প্রজন্ম সৃষ্টি ও জলবায়ুর পরিবর্তন জনিত স্থানীয় ইস্যুনিয়ে সভা সেমিনারে মতামত তুলে ধরা ও জলবায়ু বিষয়ক সামাজিক আন্দোলন ও আলোচনায় অংশগ্রহনের যোগ্য করে তোলার লক্ষ্যে স্কুলে ক্লাইমেট ক্লাব গঠন ও পরিচালনা, শিক্ষকদের সমন্বয়ে স্কুলে ওরিয়েন্টেশন সেসন পরিচালনা, জলবায়ু ক্লাস, চিত্রাংকন প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, রচনা লেখা প্রতিযোগীতার আয়োজন বাস্তবায়ন করা।

জেলা পর্যায়ে স্কুলের শিক্ষকদের সাথে বছরে লার্ণিং শেয়ারিং ওয়ার্কশপ, গ্রামের জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষনের জন্য ক্লাইমেট ক্লাব মিটিং পরিচালনার মাধ্যমে দুযোগ পূর্ব করণীয়, দুর্যোগ কালীন করণীয় ও পরবর্তি করণীয় সহ বিপদ সংকেত সম্পর্কিত তথ্যে দক্ষতা সৃষ্টি, গ্রামবাসীদের সাথে জলবায়ু ক্লাবের সভার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, জেলা পর্যায়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপের আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ধারনা সর্বস্তরে ছড়িয়ে দেবার প্রয়াস।

স্থানীয় ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, পরিবেশ দিবস ও বিশ্ব খাদ্য দিবস উদযাপন, স্থানীয় পর্যায়ের জলবায়ু ও আবহাওয়া বিষয়ক তথ্য প্রচারের লক্ষ্যে সি-ট্রাকের তথ্য আদান প্রদানের জন্য জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহ ও প্রচার কেন্দ্র স্থাপন ও পরিচালনা, সর্বপরি সি-ট্রাকের মাধ্যমেই প্রকল্প এলাকার জনসাধারণকে জলবায়ু এবং আবহাওয়া বিষয়ে তথ্য জ্ঞানে সমৃদ্ধ এবং সচেতন করে তুলতে আবহাওয়া উপকেন্দ্র স্থাপন।

এ্যডভোকেসী এন্ড নেটওয়াকিং, জেন্ডার বৈষম্য ও জলবায়ু পরিবর্তনে এর প্রভাব সংক্রান্ত তথা পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে আগাম প্রস্তুতির লক্ষ্যে পিস প্রকল্প এই এলাকায় ২০১৭ সাল পর্যন্ত কাজ করবে। সে ক্ষেত্রে গ্রামের প্রতিটি ব্যক্তিকে নিয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেই এই সভা করা হয়।

আলোচনা সভা পরিচালনা করেন মনোজ কুমার দাস ও মোস্তাহিদুর রহমান বাবু এবং তাদের সহয়তা করেনস্থানীয় সেচ্ছাসেবক তপন সরকার, অমিত সরকার ও ইন্দ্রজিত মন্ডল।

প্রকল্পটি পরিচালিত হচ্ছে ব্রেড ফর দি ওয়ার্ল্ড’র আর্থিক সহায়তায়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *