দ্বিতীয় টেস্ট খেলতে বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।
সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরে প্রথম টেস্টে অতিথিদের ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
২০১২ সালের নভেম্বরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় শেখ আবু নাসের স্টেডিয়ামের। সেই ম্যাচে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দুই বছর পর আবার টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই মাঠে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রওনা করে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। বিমানে যশোর পৌঁছে সড়কপথে খুলনায় পৌঁছায় দল দুটি। রাতে হোটেল সিটি ইনে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলকে ফুল দিয়ে বরণ করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ