আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর গল্লামারী মা ডিপার্টমেন্টাল ষ্টোর কে ১০ হাজার, সাজু ডিপার্টমেন্টাল ষ্টোর কে পাঁচ হাজার, জ্যোতি ডিপার্টমেন্টাল ষ্টোর কে পাঁচ হাজার, গল্লামারী জিরোপয়েন্ট মোড়ে হোটেল আব্বাস কে ১৫ হাজার, ডুমুরিয়া হোটেল কে ১০ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী কে তিন হাজার, রুচি হোটেল কে পাঁচ হাজার, লাবনী হোটেল কে এক হাজার, আলমদিনা হোটেল কে দুই হাজার ও চুকনগর হোটেল কে দুই হাজার টাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যে উৎপাদন তারিখ লিপিবদ্ধ না থাকায়, খুচরা মূল্য লেখা না থাকায়, মূল্য তালিকা প্রদর্শণ না করায়, নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, পঁচা- বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭,৩৮,৪৩,৪৬ ও ৫১ ধারায় নগরীর গল্লামারী এলাকার উল্লিখিত প্রতিষ্ঠানগুলি কে জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।
অভিযানট পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম। এ সময় তার সাথে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান ও শিকদার শাহীনুর আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ